💬
✖️

WhatsApp এ মেসেজ করুন

ভর্তি সংক্রান্ত যেকোনো প্রশ্নে সাহায্য করতে আমরা আছি!

👋 হ্যালো! ভর্তি বিষয়ে সাহায্য লাগলে চ্যাট করো

সব বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির অদম্য-২৫ ডেইলি এক্সাম ব্যাচে ৫০% ছাড়ে এনরোল করো এখুনি 🚀 এখানে ক্লিক করো

GST Update Daily এর “স্টার ” সাথী

এডমিশন জার্নি ✅

আমাদের সচারাচর অনেক এডমিশন ক্যান্ডিডেট এর ভীড়ে অন্য রকম একজন শিক্ষার্থীর গল্প 💖

আসসালামু আলাইকুম সবাইকে।আমার এডমিশন জার্নির যাত্রাটি অন্যদের থেকে আলাদা।কিভাবে আল্লাহ সুবহানাল্লাহ আমাকে শেষ থেকে শুরু করিয়ে জিতিয়ে দিয়েছিলেন তা আপনাদেরকে বলবো ইন শা আল্লাহ ☺️

এইচ এস সিতে গোল্ডেন এ প্লাস পেয়েও আমি এডমিশন এর জন্য কোনো প্রস্ততি নিচ্ছিলাম না।যদিও শুরু থেকে ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার ।কেননা আমার কাছে মনে হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা নিয়মের বেড়াজালে আমি গুনাহগার হবে যাবো।তাই হারাম থেকে বাঁচতে আমি সিদ্ধান্ত নেই এডমিশন না দিয়ে জিপিএ দিয়ে মহিলা কলেজে ভর্তি হবো।আমার পরিবার বিষয়টি মানতে চাচ্ছিলো না।তবুও আমি আল্লাহর ভয়ে আমার কাংক্ষিত স্বপ্নকে বিসর্জন দিয়ে মহিলা কলেজে পড়ার সিদ্ধান্ত নেই হারাম থেকে বাঁচতে।এসময় একটি মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে কুরআন খতম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ।তবে ডিসেম্বর মাসে জানতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া বাধ্যতামূলক।যেহেতু আমি এডমিশন এর কোনো প্রস্তুতি নেই নি তাই চিন্তায় পড়ে যাই।এরপর আমি ইউটিউবে শায়খ আহমাদুল্লাহসহ অন্যান্য আলেমদের ভিডিও থেকে জানতে পারি যে বিকল্প না থাকার কারনে বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্তভুক্ত সহশিক্ষা গ্রহণ করা জায়েজ হবে ইন শা আল্লাহ।ফিতনা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে পর্দা করে আমার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া জায়েজ হবে।যদিও কিছু গোঁড়া আলেমদের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে আলাদা।আমি সিদ্ধান্ত নেই এডমিশনের প্রস্তুতি নিব।😅🥲

যেহেতু চার মাস পরে কোচিং এ শুরু থেকে বই পড়াবে না তাই আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গিয়ে খোঁজ নেই আপুরা কোন বইগুলো পড়ে চান্স পেয়েছেন।ইচ্ছা ছিলো নিজে ঘরে বসে সেই বইগুলো পড়ে প্রস্তুতি নিব।সৌভাগ্য ক্রমে একজন আপু থেকে যখন তার এডমিশনে পড়া বইগুলো সম্পর্কে জানতে চাই তিনি আমাকে বইগুলোর নাম কাগজে লিখে দেন।প্রসঙ্গক্রমে জানতে পারি তিনি আমাকে প্রাইভেট পড়াতে ইচ্ছুক।আমি আপুকে অনুরোধ করি আমাকে এডমিশনের জন্য পড়াতে।আপু আমাকে খুব জন্য সহকারে নিজেট ছোট বোনের মতো কেয়ার করে পরিয়েছিলেন আলহামদুলিল্লাহ।আপুর নাম ছিল সুমাইয়া জান্নাত টুম্পা যার অবদানের কথা আমার সারাজীবন মনে থাকবে ইন শা আল্লাহ ।💖

এছাড়াও আমি gst update daily ফেসবুক পেজ থেকে তৌকির ভাইয়াত নিয়মিত এক্সাম ব্যাচে এড হয়েছিলাম।ভাইয়া প্রতিদিন সময়মত এক্সাম নিতেন এবং রেজাল্ট এর তালিকা দিতেন।আমাদের কোনো প্রশ্ন থাকলে তার সমাধান দেওয়ার চেষ্টা করতেন।অন্যান্য ভর্তি পরীক্ষার আগে দিকনির্দেশনা দিতেন।আমার জুনিয়র ভাইবোনদের জন্য একটি নির্ভরযোগ্য ও সহযোগী প্রতিষ্ঠান হতে পারে gst update daily ।👍🏻

আমি জানুয়ারি মাস থেকে এডমিশনের প্রস্তুতি শুরু করি।সারাদিন যতটুকু সম্ভব পড়াশোনা করেছি প্রায় ১৪ ঘন্টার মতো।আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম তিনি তাই দিবেন যা আমার জন্য কল্যাণকর।আমি শুধু খুলনা,রাজশাহী এবং গুচ্ছের জন্য জন্য আবেদন করে পরীক্ষা দিই।জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছিলাম না।মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩৩৪তম হয়েছি।নিজের পছন্দের ইসলামী বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ।🥰মাত্র চার মাসের পরিশ্রমে কতটা কন্তকাকীর্ন পথ পাড়ি দিয়ে আজ পাবলিকিয়ান হতে পেরেছি তা আল্লাহর মহান কুদরতি ক্ষমতার বহিঃপ্রকাশ বলে মনে করি আলহামদুলিল্লাহ।

সামিয়া মুস্তারিম সাথী

ইসলামী বিশ্ববিদ্যালয়

ডেভেলপমেন্ট স্টাডিজ

সাথী এর জন্য দোয়া ও শুভকামনা রইলো, সামনের দিন আরো রঙিন হোক 🚀

সাথীর মত যারা অদম্য পরিশ্রমী তাদের স্বপ্ন পূরণে চলছে অদম্য-২৫ ডেইলি এক্সাম ব্যাচ রুটিন ও কোর্স প্ল্যান ১ম কমেন্টে, ভর্তি হতে বা বিস্তারিত 01301-362584

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GST Update Daily © 2025 | All Rights Reserved.
Follow us: Facebook | YouTube | WhatsApp
Designed with ❤️ by GST UpdatedailyBD Team