
GST Update Daily, [7/15/2025 3:55 AM]
বাফেলো, নিউ ইয়র্ক, ইউএসএ – বাংলাদেশের প্রকৌশল জগতে এক গৌরবময় অর্জনে, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগের গ্র্যাজুয়েট সামিয়া মুস্তাবিন জইগীরদার যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক যান ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি কোম্পানি টেসলা-তে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন।
সামিয়া ২০২৫ সালের মে মাসে এই নতুন দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি টেসলা-তে ‘অ্যাসোসিয়েট প্রসেস ইঞ্জিনিয়ার’ হিসেবে এক বছরেরও বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে কাজ করেন। তার এই পদোন্নতি তার টেকনিক্যাল দক্ষতা, দ্রুত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি।
GST Update Daily, [7/15/2025 3:56 AM]
সামিয়ার ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশের হা-মীম গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ হিসেবে। পরবর্তীতে তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এ ‘প্রোডাকশন অফিসার’ ও পরে ‘সিনিয়র অফিসার’ পদে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি প্রোডাকশন অপ্টিমাইজেশন ও ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইমপ্রুভমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তার একাডেমিক যাত্রা শুরু হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে, যেখানে তিনি এসএসসি ও এইচএসসি-তে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত AUST-এ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন, যা তার উন্নত প্রযুক্তি ও প্রকৌশল জগতে পদচারণার ভিত্তি তৈরি করে।
GST Update Daily, [7/15/2025 3:56 AM]
আজ সামিয়া বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তার গল্প প্রমাণ করে, লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম, বিশ্লেষণী দক্ষতা এবং অধ্যবসায় মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। তিনি এখন বিশ্বের অন্যতম প্রযুক্তি-অগ্রগামী কোম্পানিতে কাজ করে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রকৌশল প্রতিভাকে গর্বের সঙ্গে তুলে ধরছেন।