
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মেধাবী শিক্ষার্থী লুবনা জামান ইউজিসি মেধাবৃত্তি ২০২৪-এর জন্য মনোনীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অসাধারণ শিক্ষার্থী লুবনা জামানকে ২০২৪ সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) মেধাবৃত্তির জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে অসাধারণ একাডেমিক ফলাফলের ভিত্তিতে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন।
তিনি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বিবিএ (অনার্স) সম্পন্ন করেন এবং ৪.০০ এর মধ্যে ৩.৯৪ সিজিপিএ অর্জন করে বিজনেস স্টাডিজ অনুষদের ‘ক্যাটাগরি এ (মেরিট)’ তে প্রথম স্থান অধিকার করেন।
UGC মেধাবৃত্তি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে অন্যতম সর্বোচ্চ একাডেমিক স্বীকৃতি, যা ধারাবাহিক একাডেমিক কৃতিত্ব, নিষ্ঠা ও অধ্যবসায়কে সম্মান জানিয়ে প্রদান করা হয়। ইউজিসির নীতিমালা অনুযায়ী, বৃত্তির অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্ধারিত ব্যাংক একাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে।
এই অর্জন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. এমদাদুল হক বলেন,
লুবনা জামানের এই অর্জন তার কঠোর পরিশ্রম, প্রতিভা ও অধ্যবসায়ের একটি প্রকৃত স্বীকৃতি। এটি আমাদের বিভাগের জন্য গর্বের একটি মুহূর্ত এবং তার সহপাঠীদের জন্য একটি বড় অনুপ্রেরণা।