💬
✖️

WhatsApp এ মেসেজ করুন

ভর্তি সংক্রান্ত যেকোনো প্রশ্নে সাহায্য করতে আমরা আছি!

👋 হ্যালো! ভর্তি বিষয়ে সাহায্য লাগলে চ্যাট করো

সব বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির অদম্য-২৫ ডেইলি এক্সাম ব্যাচে ৫০% ছাড়ে এনরোল করো এখুনি 🚀 এখানে ক্লিক করো

GST Update Daily “Star” ইফফাত

এডমিশন জার্নি

আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম।২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী।বিভিন্ন অবস্টাকল এর কারণে আমি অনলাইনেই কোচিং করা শুরু করি। শত চেষ্টার পরেও আমি ব্য”র্থ হয়েছিলাম স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে। আমি গুচ্ছে চান্স পাই।মেরিট ভালো ছিল না বলে যেমন সাব্জেক্ট নিয়ে পড়তে চেয়েছিলাম সেটা হয় নি। তাই সিদ্ধান্ত নেই আবার চেষ্টা করব।এইবার সফল হতেই হবে।

সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করলাম।প্রস্তুতির শুরুতেই আমি GST Update Daily “অদম্য-২৪” তাদের এক্সাম ব্যাচে ভর্তি হই। তারা আমার ফিনানশিয়াল প্রবলেম এর কথা শুনে ডিসকাউন্টও দিয়েছিল।যথারীতি আমার প্রস্তুতি শুরু করি।আমার দেখা বেস্ট একটা এক্সাম ব্যাচ।নিয়মিত এক্সাম নেয়া এবং সেগুলোর আন্সার পিডিএফ আকারে নিয়মিত দেয়া এক কথায় স্টুডেন্টদের প্রতি তাদের ডেডিকেশন ছিল দুর্দান্ত। আমি চির কৃতজ্ঞ GST Update Daily তাদের কাছে আমার সফলতার জন্য।

আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড টাইম এক্সাম দিয়ে রাবিতে ৮১ তম,কুবিতে ১৬ তম,চবিতে ২৭১ তম হয়েছি। বর্তমানে রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে আছি।

তাই আমার জুনিয়রদেরকে বলব হাল ছাড়া যাবে না।সফলতা আসা পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমিদের আল্লাহ নিরাশ করেন না।তোমাদের পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে তোমরাও পৌঁছে যাও তোমাদের স্বপ্নের ঠিকানায় ☺️

জান্নাতুল ইফফাত মিম

আইন ও ভূমি প্রশাসন বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়

মিমের জন্য দোয়া ও শুভকামনা রইলো, সামনের দিন আরো রঙিন হোক 💖

এভাবে যারা মিম এর মত অদম্য পরিশ্রমী তাদের জন্য শুরু হয়েছে অদম্য-২৫ Daily Exam ব্যাচ রুটিন ও কোর্স প্ল্যান ১ম কমেন্টে, এনরোল করতে বা বিস্তারিত জানতে সরাসরি পেজে মেসেজ দাও / 01301-362584

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GST Update Daily © 2025 | All Rights Reserved.
Follow us: Facebook | YouTube | WhatsApp
Designed with ❤️ by GST UpdatedailyBD Team