
এডমিশন জার্নি
আমি মোছাঃ রিতু খাতুন।আমি একজন সেকেন্ড টাইমার শিক্ষার্থী ছিলাম,২৩-২৪ সেশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শন পেয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি তাই আবার এডমিশনের প্রস্তুতি নিলাম। সেকেন্ড টাইমার হিসেবে Gst update daily এর exam batch এ প্রথম ভর্তি হয়েছি।মাত্র ৬০০ টাকায় পুরো ১ বছর পড়ছি পরীক্ষার রুটিন গুলো আসলেই সুন্দর ছিল। ভালো করে পড়লে এমনি সব সহজ হয়ে যায়,এমন ভাবে রুটিন করা । আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড টাইমার হিসেবে SUST এ চান্স পেয়েছি ,RU te ইংরেজি subject er jonno exam er jonno selected hoyesi . গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১২০১ পজিশন করছি । আলহামদুলিল্লাহ প্রথম মেরিটেই সমাজকল্যাণ পেয়েছি। বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি।পজিশন ১৮৪ তম, বর্তমানে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয়েছি । জানিনা কীভাবে ভাইয়াদের প্রতি কৃতজ্ঞতা শিকার করব ?? করলেও কম হয়ে যাবে । উনারা এতো কম টাকায় এতো সুন্দর ভাবে রুটিন করে পরীক্ষা নেই যা আসলেই অসাধারণ
। আমার মতো অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য এটাই সেরা ।
রিতুর সামনের দিন আরো রঙিন হোক, সকল স্বপ্ন পূর্ণ হোক
রিতুর মত যাদের টার্গেট বিশ্ববিদ্যালয়, আর জাস্ট রিতুর মত পরিশ্রম করতে পারবে তাদের জন্য শুরু হয়েছে অদম্য-২৫ ডেইলি এক্সাম ব্যাচ
রুটিন ও কোর্স প্ল্যান ১ম কমেন্টে, মাত্র ৬৫০ টাকায় এডমিশন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ জুড়ে চলবে অদম্য-২৫ ডেইলি এক্সাম ব্যাচ, ভর্তি হতে বা বিস্তারিত 01301-362584