
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আমি মোছাঃ ঈশা খাতুন। আমি একজন সেকেন্ড টাইমার।গতবছর এইস এস সি এক্সাম এর পর অফলাইন এ একটা কোচিং করি,তখন “GST update daily” এক্সাম ব্যাচ এর সাথে পরিচিত ছিলাম না।সেইবার ঢাবিতে ১৮৪২ পজিশন আসে এবং পালি এন্ড বুদ্ধিস্ট সাবজেক্ট এসেছিল।ঢাবি প্যাশন থাকলেও সাবজেক্টটা মন মতো ছিলনা।
তারপর ভাবলাম সেকেন্ড টাইম এক্সাম দিব ইন্ শা আল্লাহ। এটা ভেবে বসেই ছিলাম অনেকদিন কোনো পড়াশুনাই করিনাই।তারপর আমার এক ভাই ঢাবিতে পড়ে সে বললো এক্সাম ব্যাচ এ ভর্তি হয়ে সে অনুযায়ী পড়াশুনা কর।তারপর “GST update daily” এক্সাম ব্যাচ এ ভর্তি হই এবং তাদের প্রোভাইড করা বেস্ট মানের সেই রুটিন অনুযায়ী পড়াশুনা করি, এক্সাম দেই।এবার GST B-unit থেকে 351 তম পজিশন অর্জন করি আলহামদুলিল্লাহ। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্ট এ ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এক্সাম ব্যাচটি আমার জন্য খুবই হেল্পফুল ছিল এবং ভাইয়ারা খুবই ডেডিকেটেড ছিলেন আমাদের পড়াশোনার প্রতি আলহামদুলিল্লাহ।
সত্যি বলতে এডমিশন জার্নিতে পরিশ্রম তো করতেই হয় এবং সাথে যদি ভালো মানের একটি এক্সাম ব্যাচের সাথে যুক্ত থেকে প্রতিনিয়ত এক্সাম দেই তাহলে আমরা আরও বেশি কনফিডেন্স পাই এবং দক্ষ হতে পারি আলহামদুলিল্লাহ। এবং এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল আলহামদুলিল্লাহ।
পরিশেষে বলতে চাই,একজন স্টুডেন্ট এর পড়াশোনা জীবনে মা-বাবার পরে শিক্ষকদের ভূমিকা অনেক।সেই প্রেক্ষিতে “GST update daily ” এক্সাম ব্যাচ এর ভূমিকা আমার এডমিশন জার্নিতে অনেক অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ।
ঈশার জন্য দোয়া ও শুভকামনা রইলো, সামনের দিন আরো রঙিন হোক
ঈশার মত অদম্যদের জন্য শুরু হয়েছে অদম্য-২৫ ডেইলি এক্সাম, রুটিন ও কোর্স প্ল্যান দেখতে, এনরোল করতে সরাসরি পেজে মেসেজ দাও / 01301-362584
১ম কমেন্টে অদম্য-২৫ ডেইলি এক্সাম এর রুটিন ও কোর্স প্ল্যান দেওয়া থাকবে